
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশি-বিদেশি সকল শিল্পের মত পোশাক শিল্পও এক অভূতপূর্ব সমস্যার সম্মুখীন। কোভিড-১৯ এর কারণে শুধুমাত্র বাতিলকৃত অর্ডারের পরিমাণ ছাড়িয়ে গিয়েছে ২৭,০০০ কোটি টাকা। বন্ধ একটি কারখানার এক মাসের খরচ পুনরুদ্ধার করার জন্য সেই কারখানার পূর্ণ সক্ষমতায় ৮/৯ মাস উৎপাদন করতে হবে। কিন্তু আসছে না নতুন কোন অর্ডার। ইতিমধ্যে বাতিল অর্ডারের কারণে অর্থনৈতিকভাবে ধুঁকতে থাকা কারখানাগুলো উৎপাদন সক্ষমতার বেশির ভাগ অংশ খালি থাকায় একে একে বন্ধ হয়ে যাচ্ছে।